বাইকে অটোরিকশার ধাক্কা, যাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২২ অক্টোবর ২০২৩
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কার জেরে জুনায়েদ আহমেদ (১৮) নামে এক অটোরিকশা যাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় অটোরিকশাচালক ও আরও এক যাত্রী ছুরিকাহত হন।

শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ বেজোড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাজাহানপুরের সুজাবাদের আব্দুল হান্নানের ছেলে মিল্লাত হাসান (১৪) ও নন্দগ্রামের মো. গাফফারের ছেলে অটোরিকশাচালক জাকিরুল ইসলাম (৩০)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত জুনায়েদ শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়া গ্রামের জব্বার মিয়ার ছেলে ও বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থী। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাজাহানপুরের হেলেঞ্চা থেকে অটোরিকশাযোগে নিহত জুনায়েদ ও মিল্লাত বনানী যাচ্ছিলেন। পথে দক্ষিণ বেজোড়ায় চারটি মোটরসাইকেল একসঙ্গে বনানী থেকে হেলেঞ্চা যাচ্ছিল। এ সময় তাদের একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে।

মোটরসাইকেলে থাকা আরোহীরা এজন্য অটোরিকশাচালককে গালিগালাজ করে ছেড়ে দেন। কিছুটা দূর গিয়ে অটোচালক মোটরসাইকেল আরোহীদের পাল্টা গালিগালাজ করলে তারা ফিরে এসে পথরোধ করে। এরপরই অটোরিকশার চালকসহ দুই যাত্রীকে উপর্যপুরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে জুনায়েদের মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, তুচ্ছ বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। চারটি মোটরসাইকেলে ৮-১০ জন দুর্বৃত্ত এ হামলায় অংশ নেন। তাদের সনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু হয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।