বান্দরবানে ৪ ইউনিয়নে নির্বাচন স্থগিত


প্রকাশিত: ০৮:০০ এএম, ২৮ মার্চ ২০১৬

বান্দরবানে আলীকদম উপজেলার চার ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন।

তিনি জানান, সীমানা বিরোধ এবং ভোটার এন্ট্রি ভুল হওয়ার কারণে উপজেলার আলীকদম, চৈক্ষ্যং , নয়াপাড়া এবং কুরুকপাতা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে কমিশন ।

বান্দরবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৫টি ইউনিয়নে ১০৩  জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন । আলীকদম উপজেলার এবারের পুরুষ ভোটারের সংখ্যা ১৩৫৮৭ এবং নারী ভোটারের সংখ্যা ১৩৮৮৫ জন ।

সৈকত দাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।