ধূপের আগুনে পুড়লো দুই ভাইয়ের ৪ ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

গাইবান্ধায় ধূপ থেকে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে আগুন লেগে গরুসহ চার ঘর পুড়ে গেছে। বুধবার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার গিদারি ইউনিয়নের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

এতে ওই এলাকার নির্মল চন্দ্র ও মনোরঞ্জন চন্দ্র নামে দুই ভাইয়ের বসতভিটা, আসবাবপত্র, গরু, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, রাতে নির্মল চন্দ্র ও মনোরঞ্জন চন্দ্রের বাড়ির পূজার ঘরে ধূপ জ্বালায় পরিবারের লোকজন। কিছুক্ষণ পর ধূপের আগুন থেকে বৈদ্যুতিক তারে আগুন লাগে। আগুন মুহূর্তেই সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে পাশের গোয়ালে থাকা একটি গরু ও চারটি বসতঘর আগুনে পুড়ে যায়। এছাড়াও ব্যবসার নগদ এক লাখ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামালও পুড়ে যায়। এতে প্রায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন: খুলনায় গভীর রাতে হোটেল অ্যাম্বাসেডরে আগুন

ক্ষতিগ্রস্থ নির্মল চন্দ্র বলেন, কিছু বোঝার আগেই পূজার ঘর থেকে আগুন গোয়ালঘর এবং পুরো বাড়িতে ছড়িয়ে যায়। বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসার জন্য ঘরে রাখা এক লাখ টাকাও পুড়ে গেছে। অনেক বড় ক্ষতি হয়ে গেল আমাদের। এখন এই ক্ষতি যে কীভাবে কাটিয়ে উঠবো বুঝতে পারছি না।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. নাসিম রেজা মিলু বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

শামীম সরকার শাহীন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।