মিরসরাইয়ে মাছের ঘেরে মিললো ১২ ফুট লম্বা অজগর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মৎস্য ঘের থেকে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ১৬ কেজি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া এলাকার বাবুল চৌধুরীর ঘের থেকের সাপটি উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ঘের মালিক বাবুল চৌধুরী বলেন, আমার মৎস্য প্রকল্পের চারপাশ জাল দিয়ে ঘেরা ছিল। বৃহস্পতিবার সকালে ঘেরে গেলে সেখানে থাকা জালে একটি অজগর সাপকে আটকা অবস্থায় দেখতে পাই। পরে বন বিভাগকে খবর দিলে তার সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা জাগো নিউজকে বলেন, খবর পেয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে আসি। পরে মহামায়া ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। অজগর সাপটি ১২ ফুট দৈর্ঘ্যের এবং ওজন প্রায় ১৬ কেজি।

এম মাঈন উদ্দিন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।