নারায়ণগঞ্জে বিএনপির ৪৫ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৭ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ৪৫ নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। এরআগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত কয়েকদিনে আমাদের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সবাইকেই গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জে বিএনপির ৪৫ নেতাকর্মী গ্রেফতার

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, আমাদের বিশেষ কোনো অভিযান নেই। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মোবাইল টিম অভিযান পরিচালনা করে। যারা পরোয়ানাভুক্ত আসামি তাদের গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে আজ পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ৪৫ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাইয়ের পর তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।