গ্রেফতার এড়াতে রাত থেকে ঢাকায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৮ অক্টোবর ২০২৩

রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গ্রেফতার এড়াতে রাতে ঢাকায় চলে গেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল থেকেই নয়াপল্টন এলাকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন।

দলীয় সূত্র বলছে, সরকার পতনের এক দফা দাবি আদায়ে ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। ১৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি আয়োজিত সরকার পতনের এক দফা দাবির জনসমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

মহাসমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি ও গ্রেফতার অভিযান চলে। বিএনপির যেসব নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যায়নি তাদের আত্মীয় স্বজনদেরও গ্রেফতারের অভিযোগ আছে। একইসঙ্গে কয়েকদিনের ব্যবধানে নারায়ণগঞ্জের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সবশেষ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের বাসায় ডিবি পুলিশ তল্লাশি চালায়। শহরের খানপুর এলাকার বাসায় এ তল্লাশি চালানো হয়। তবে এ সময় বাসায় কেউ ছিলেন না। একইসঙ্গে জেলাজুড়েই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেফতার এড়াতে আগের দিনই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা ঢাকায় অবস্থান নিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, আমাদের নারায়ণগঞ্জের অধিকাংশ নেতাকর্মীই ঢাকায় চলে আসছে। সমাবেশের দিন যেন কায় আসার পথে কোনো ঝামেলার শিকার হতে না হয় এজন্য আগে থেকেই চলে আসছে।

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশো বলেন, দলের নেতাকর্মীরা আগের দিনেই ঢাকায় চলে আসছি। ঢাকার বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীরা অবস্থান করছে। যাতে করে সমাবেশের দিন কোনো ঝামেলার মুখোমুখি হতে না হয় এজন্য আগে থেকেই আমরা চলে আসছি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, গত কয়েকদিনের প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সবাইকে গায়েবি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আমাদের আইনজীবীরাও নিরাপদে নেই। তবে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন বিএনপির নেতাকর্মীদের আটকে রাখতে পারবে না। নেতাকর্মীরা ঢাকার মহাসমাবেশ যোগ দেবেই।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিএনপির কর্মসূচির সময় প্রত্যেকবারই নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি চলে। এটা পুলিশের নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এভাবে অন্যায়ভাবে আটক-গ্রেফতার গণতন্ত্রের মধ্যে পড়ে না। এসব কাজ করে প্রশাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর আটক গ্রেফতার করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমাদের নেতাকর্মীদের অনেকেই ঢাকা চলে গেছে।

তবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, আমাদের বিশেষ কোনো অভিযান নেই। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মোবাইল টিম টহল দেয়। যারা পরোয়ানাভুক্ত আসামি তাদের গ্রেফতার করা হচ্ছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।