আওয়ামী লীগের ব্যানার টানানো গাড়ি দেখলেই ছেড়ে দিচ্ছে পুলিশ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৩

ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে কঠোর তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সাধারণ গাড়ি তল্লাশি করা হলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ি তল্লাশি করছে না তারা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সাইনবোর্ডস্থ তল্লাশি চৌকিতে এমন দৃশ্য দেখা গেছে।

সকাল থেকেই গণপরিবহনসহ ছোটখাটো যানবাহন থামিয়ে কঠোর তল্লাশি করছে পুলিশ। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। জয় বাংলা স্লোগানে দুপুর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে আসছেন। পুলিশের তল্লাশি চৌকি অতিক্রম করলেও গাড়ি থামাতে দেখা যায়নি কর্তব্যরত পুলিশদের। তবে পুলিশের ভাষ্য, কোনো নির্দিষ্ট গাড়ি নয় সব গাড়িতেই তল্লাশি কার্যক্রম চলমান আছে তাদের।

আওয়ামী লীগের ব্যানার টানানো গাড়ি দেখলেই ছেড়ে দিচ্ছে পুলিশ

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেন, ঢাকায় সমাবেশকে ঘিরে আমরা ৩০০-৩৫০টি বাস, ট্রাক ভাড়া করেছি। অন্যবারের মতো ঢাকায় সমাবেশে এবারও নিজেদের আধিপত্য দেখাতে রেকর্ডসংখ্যক নেতাকর্মী নিয়ে আমরা উপস্থিত হবো।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, আমরা শুধু আওয়ামী লীগ না সব গাড়িকেই থামিয়ে তল্লাশি করছি। কোনো নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে আমরা তল্লাশি চালাচ্ছি না। এখন পর্যন্ত কেউ আটক কিংবা গ্রেফতার নেই। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা এ তল্লাশি চালাচ্ছি।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।