পটুয়াখালীতে হরতালবিরোধী মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৮ অক্টোবর ২০২৩

পটুয়াখালীতে হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

jagonews24

মিছিলে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি মন্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান খান, জেলা শ্রমিকলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন, যুবলীগ সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক রিফাত হাসান সজিব, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর এস এম ফারুক, যুবলীগ দপ্তর সম্পাদক আতিকুজ্জামান নোমান, যুবলীগ নেতা মঈনখাঁন চানু, কলেজ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন্নাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।