নরসিংদীতে ট্রেন থেকে বিএনপির ৬০ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৮ অক্টোবর ২০২৩
প্রতীকী ছবি

নরসিংদীতে ট্রেনে তল্লাশি চালিয়ে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ ৬০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দুটি ট্রেনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে তিতাস কমিউটার ট্রেনে উঠতে বাধা পেয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় বিএনপির নেতাকর্মীদের ছোড়া পাথরের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, সকালে শতাধিক বিএনপির কর্মী তিতাস কমিউটার ট্রেনে উঠতে না পেরে পুলিশের দিকে রেললাইনের পাথর ছুঁড়ে মারেন। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে জনগণের জানমাল রক্ষায় শটগানের ৩৫টি ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ওসি আবুল কাশেম ভূঁইয়া আরও বলেন, ঢাকায় বিএনপি ও জামায়েতের মহা সমাবেশে অংশ নিয়ে নাশকতা করতে পারেন এমন সন্দেহভাজন ব্যক্তিদের শুধু আটক করা হচ্ছে। নাশকতার সন্দেহে যাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।