সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রী হত্যায় শামীম সেখ (৩৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ আদেশ দেন। শামীম শেখ এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়া গ্রামের বাসিন্দা।

আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা জেবা রহমান জানান, ২০০৭ সালে এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামের খুশিয়া বেগমের সঙ্গে থানার খুকনী ঝাউপাড়া গ্রামের আনছার আলী সেখের ছেলে শামীম সেখের বিয়ে হয়। এরপর পারিবারিক বিষয় নিয়ে শামীমের সঙ্গে স্ত্রী খুশিয়ার মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করে শামীম। পরে এ ঘটনায় মামলা করা হলে তিনি পুলিশের হাতে গ্রেফতার হন।

এম এ মালেক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।