নেত্রকোনায় বিএনপির ৫০ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

নেত্রকোনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটকদের বিরুদ্ধে বিস্ফোরক-নাশকতাসহ বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে।

পুলিশ ও বিএনপি দলীয় সূত্র জানায়, জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাসাবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫০ নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের নামে থানায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ৫০, আটক ৭

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, বেআইনিভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের আইনশৃঙ্খলাবাহিনী গ্রেফতার করেছে। এছাড়া বাড়িঘরে তল্লাশি চালানো হয়। এভাবে গ্রেফতার ও ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান বলেন, কাউকে বেআইনিভাবে গ্রেফতার বা বাড়িঘরে তল্লাশি করা হয়নি। তাদের নামে থানায় বিস্ফোরকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।