পাবনায় সড়কে আগুন জ্বালিয়ে বিএনপি-জামায়াতের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:০০ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের তিনদিনের অবরোধের প্রথমদিনে ফজর নামাজের পর ভোর সাড়ে ৫টায় মিছিল ও পথসভা করেছে দুদলের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, বুধবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৫টায় দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল ও পথসভা করে। একই সময়ে ঈশ্বরদী শহরের রেলগেট, দাশুড়িয়া বাজার, পাকশী লালন শাহ সংযোগ সড়কে ঝটিকা মিছিল করে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলকারীরা সকাল ৬টার মধ্যে মিছিল ও পথসভা শেষ করে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই এলাকার ত্যাগ করেন।

ভোর সাড়ে ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসানের নেতৃত্বে ঈশ্বরদী শহরের রেলগেট ট্রাফিক মোড়, স্টেশন রোড ও রেলগেট রেললাইনের ওপর দাঁড়িয়ে বিক্ষোভ করে উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। এসময় দলীয় নেতাকর্মীরা রেলগেটে সড়কে টায়ার জ্বালিয়ে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে।

আরও পড়ুন: ময়মনসিংহে দুই মামলার আসামি বিএনপির ৬৭০ নেতাকর্মী

উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস বলেন, লালন শাহ সেতু সংযোগ সড়কের নতুন হাট গোলচত্তর এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়। এতে বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন মালিথা, ছাত্রদল নেতা আশরাফ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাবনায় সড়কে আগুন জ্বালিয়ে বিএনপি-জামায়াতের বিক্ষোভ

উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, অবরোধের সমর্থনে দলীয় নেতাকর্মীরা দাশুড়িয়া ট্রাফিক মোড়ে মিছিল ও পথসভা করেছে। এসময় উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ রানা মাসুম ও কর্ম পরিষদের সদস্য ডা. মনসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, বিএনপি ও জামায়াতের মিছিলের বিষয়টি আমার জানা নেই। সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। একই সঙ্গে পুলিশের একাধিক গাড়ি সড়ক-মহাসড়কে টহল দিচ্ছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেখ মহসীন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।