বেতন বৃদ্ধির দাবি
পোশাক শ্রমিকদের দেওয়া আগুনে পুড়লো ওয়ালটন প্লাজা-পিকআপ
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ওয়ালটন কারখানার সামনে ওয়ালটন প্লাজা ও একটি পিকআপে আগুন দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উত্তেজিত শ্রমিকরা ওয়ালটন প্লাজার হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো ওয়ালটন প্লাজা পুড়ে যায়। এসময় শোরুমের সামনে থাকা একটি পিকআপ মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয় তারা। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শোরুমে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, শ্রমিকরা এখন মহাসড়ক থেকে সরে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমিনুল ইসলাম/জেএস/জিকেএস