শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান সাবেক মেয়র জাহাঙ্গীরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১২ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

বেতন বাড়ানোর দাবিতে আটদিন ধরে আন্দোলন করছেন শ্রমিকরা। এবার আন্দোলন বন্ধ করে বুধবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ের সামনে জেলা ও মহানগরীর ৪৩টি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন জাহাঙ্গীর আলম। পরে তিনি চলমান শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলেন।

আরও পড়ুন: ‘শাক-সবজি কিনেই অবস্থা খারাপ, মাংস কিনমু কেমনে’

জাহাঙ্গীর আলম বলেন, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছেন তা এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন অঞ্চলের কারখানাগুলোতে ছড়িয়ে পড়েছে। গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছেন। এনিয়ে বোর্ডের আলাপ আলোচনা চলছে। ১ নভেম্বর মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে মজুরি বোর্ড শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে ৩০ নভেম্বর মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি ঘোষণা করবেন। এ সময়ে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ রেখে অঘোষিত আন্দোলন এবং ভাঙচুর করলে বেতন বাড়ানোর আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিক। তবে আন্দোলনের নামে ভাঙচুর ও নাশকতা যৌক্তিক আন্দোলনকে বিপথে পরিচালিত করে। এ ব্যাপারে শ্রমিক ভাইবোনেরা সজাগ দৃষ্টি রাখবেন। কোনো বহিরাগত শক্তি যেন এর পেছনে ইন্ধন জোগাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বুধবার থেকে সব শ্রমিককে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিক নেতা মাসুদ, কফিল উদ্দিন, তমিজ উদ্দিন, শাহজাহান, মো. নজরুল ইসলাম, ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।