দুর্নীতি আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে


প্রকাশিত: ০৮:০৯ এএম, ২৯ মার্চ ২০১৬

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নুর আহম্মদ বলেছেন, দুর্নীতি আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। গুটি কয়েক লোক দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় তৈরি করছে। মঙ্গলবার নাটোরের দিঘাপতিয়া এমকে কলেজে দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে। উন্নয়নের ছোঁয়া সর্বত্রই লেগেছে। কিন্তু সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার দুর্নীতির কারণে আমরা এর সুফল পাচ্ছি না। তাই শুধু মামলা দিয়ে নয় সামাজিকভাবে এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তালা প্রয়োজন।

নাটোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- নাটোর এনএস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুস মৃধা, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিউর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা এবং নাটোর টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোলায়মান আলী। পরে মহাপরিচালক উপস্থিত ছাত্র-ছাত্রীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান।

রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।