দিনাজপুরে হিমাগারে অভিযান, ৪৯৪ বস্তা আলু জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০১ নভেম্বর ২০২৩

দিনাজপুরে জাহানারা হিমাগারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৯৪ বস্তা আলু জব্দ করে ২৭ টাকা কেজি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে আদালত।

বুধবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস অভিযান পরিচালনা করেন।

জেলা বিপণন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আলুর বাজার নিয়ন্ত্রণে দিনাজপুরের জাহানারা হিমাগারে অভিযান পরিচালনা করা হয় করে ১০ জন আলু ব্যবসায়ীর ৪৯৪ বস্তা আলু বিক্রি করে দেওয়া হয়েছে। এ আলু বাজারে বিক্রি করলে বর্তমান আলুর ঊর্ধ্বগতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।