পদ্মা সেতু হয়ে ঢাকায় সুন্দরবন এক্সপ্রেস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:৫৯ এএম, ০২ নভেম্বর ২০২৩

খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছায়।

এর আগে বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

এদিকে পথিমধ্যে ফরিদপুর রেলস্টেশনে রাত ২টা ৫৭ মিনিটের দিকে যাত্রাবিরতি দেয় ট্রেনটি। তিন মিনিটের যাত্রাবিরতিতে ফরিদপুরের যাত্রীরা ট্রেনে ওঠার পর আবারও ঢাকার উদ্দেশ্যে ছুটে যায় সুন্দরবন এক্সপ্রেস।

ফরিদপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকায় গেছে। সুন্দরবন এক্সপ্রেসে মোট আসন সংখ্যা ৮৬০টি। এরমধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের আসন সংখ্যা হবে ৯০৮টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি সিট ৯৬টি ও স্নিগ্ধা ৩২০টি।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে যাবে সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস, জানুন সময়সূচি

বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা থেকে সকাল ৮টা ১৫মিনিটে ছেড়ে ফরিদপুরে ১০টা ৮ মিনিটে এসে পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির। যাত্রাবিরতি শেষে ফরিদপুর থেকে ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে আবারও খুলনায় গিয়ে পৌঁছাবে সুন্দরবন এক্সপ্রেস।

ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, খুলনা থেকে ২২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ফরিদপুর স্টেশনে এসে পৌঁছায় রাত ২টা ৫৭ মিনিটে। পরে তিন মিনিটের যাত্রা বিরতি শেষে রাত ৩টার দিকে আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

তিনি আরও বলেন, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে কুষ্টিয়ার পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছেছে ভোর ৫টা ১০ মিনিটে।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।