নেত্রকোনায় ৪৯৯ বস্তা চিনি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০২ নভেম্বর ২০২৩

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ৪৯৯ বস্তা চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া এলাকা থেকে চিনিগুলো জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ বালু উত্তোলনের খবরে বৃহস্পতিবার রাতে অভিযানে নামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। পথে বেতুয়া বাজার এলাকায় পৌঁছালে একটি পরিত্যক্ত ঘরে ভারতীয় চিনি মজুদ করতে দেখতে পান তিনি। পরে সেখানে অভিযান চালিয়ে চিনিভর্তি একটি পিকআপ ভ্যানসহ ৪৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন। রাত সাড়ে ৪টার দিকে জব্দকরা চিনি ও পিকআপ ভ্যানটি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় কলমাকান্দা থানার উপ-পরিদর্শক সুরুজ আলী বাদী হয়ে একটি মামলা করেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আসাদুজ্জামান বলেন, ভারত থেকে অবৈধ পথে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি এনে বেতুয়া বাজারের একটি পরিত্যক্ত ঘরে মজুদ করা হচ্ছে। দেখতে পেয়ে সেখানে অভিযান চালানো হয়। টের পেয়ে গাড়িচালকসহ চোরাকারবারিরা দ্রুত সটকে পড়েন। পরে সেখান থেকে একটি পিকআপ ভ্যানসহ ৪৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।