ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০২ নভেম্বর ২০২৩

 

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৬ জনে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন পুরুষ ও দুজন নারীর মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৫ জন।

আরও পড়ুন: ডেঙ্গু কাড়লো আরও ৩ প্রাণ, শনাক্ত ১৮৬

মৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুরের চকমাঝিগাটি গ্রামের বাবুল শেখের ছেলে খোকন শেখ (১৯), কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের বকুল মিয়া (৩৪), ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর গ্রামের লক্ষণ দাস (৪৪), রাজবাড়ী সদর উপজেলার সাতরশি গ্রামের বাচ্চু শেখের স্ত্রী হালিমা বেগম (৪৩) ও ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের আবু তালেব শেখের স্ত্রী জরিনা বেগম (৬১)।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯৯ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১৬ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২০ হাজার ৩৬৯ রোগী সুস্থ হয়েছেন।

 

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।