কুমারখালীতে দুই বছর গুঁড়া দুধ পাবে ২০৬ শিক্ষার্থী
প্রতিদিন ২০০ মিলিগ্রাম গুঁড়া দুধ পাচ্ছে কুষ্টিয়ার কুমারখালী ওয়াসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ শিক্ষার্থী। আগামী দুই বছর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের স্কুল মিল্ক প্রোগ্রামের আওতায় তাদের দুধ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টায় কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোছা. শামিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, দেহের পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রতিদিন ২০৬ শিক্ষার্থীকে গুঁড়া দুধ দেওয়া হবে। যারা বিদ্যালয়ে আসবে তারাই কেবল দুধ পাবে। প্রকল্পটি আগামী দুই বছর পর্যন্ত চলবে।
আল-মামুন সাগর/আরএইচ/এমএস