নারায়ণগঞ্জ

জেলা বিএনপির সভাপতিসহ ১৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৩ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলা করেছে পুলিশ। মামলায় সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনসহ ৮৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৮০ জনকে।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগত রাতে সোনারগাঁ থানার তালতলা ফাঁড়ির এসআই জয়ন্ত মজুমদার বাদী হয়ে মামলাটি করেন। এতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করা হয়।

এরআগে সকালে উপজেলার মিরেরটেক এলাকায় বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটান।

আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআই পঙ্কজ কান্তি।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।