সাবেক প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক প্রেমিকার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সম্রাট শেখ নামে এক যুবকের বিরুদ্ধে। এতে গোয়ালঘর, তিনটি ষাঁড় গুরু পুড়ে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতির দাবি মেয়ের পরিবারের।

শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

রোববার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, গোয়ালঘর পুড়ে গেছে। দগ্ধ একটি গরু বাঁধা আছে। বাড়ির কয়েকটা স্থানে আগুনের চিহ্নও দেখা গেছে। আশপাশের উৎসুক মানুষ ভিড় করেছেন।

jagonews24

কলেজছাত্রীর বাবা বলেন, নন্দনালপুর ইউনিয়নের এলংগী গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সম্রাট শেখ দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পথেঘাটে বিরক্ত করে আসছেন। মাঝেমধ্যে বিয়ের জন্য বাড়িতে লোকও পাঠান। কিন্তু আমরা বিয়েতে রাজি না হওয়ায় প্রায়ই হুমকি দিতেন। গেলো কয়েকবছর ধরে সম্রাট সৌদি আরব চলে গেছেন। সেখান থেকে সম্রাট নিয়মিত ফোনে আমার মেয়েকে হত্যা ও আমার ঘরবাড়ির জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, একপর্যায়ে শনিবার রাত ১টার দিকে আমার গোয়ালঘর, বসতঘরের প্রবেশপথ ও রান্নাঘরে আগুন জ্বলে উঠে। এ সময় আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ আনলেও পুড়ে যায় গোয়ালঘর, দুই মণ রসুনের বীজ, শ্যালোইঞ্জিন ও প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটা ষাঁড় গরু।

jagonews24

তার ভাষ্য, বখাটে সম্রাট বিদেশ থেকে তার লোকজন দিয়ে বাড়িতে আগুন লাগিয়েছে। এতে তার প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি থানায় মামলা করবেন।

কলেজ ছাত্রী বলেন, সম্রাটের সঙ্গে চার বছর আগে আমার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বনিবনা না হওয়ায় দুবছর আগে সম্পর্ক ভেঙে গেছে। সম্পর্ক ভাঙার পর থেকে পথেঘাটে এসিড নিক্ষেপ, হত্যা ও পুড়িয়ে মারার হুমকি দিচ্ছিল। এ নিয়ে কয়েকবার সালিশও হয়েছে। সালিশের পরও সম্রাট আমাকে বিরক্ত করছে। আমি সম্রাটের হাত থেকে বাঁচতে চাই।

jagonews24

তবে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে সম্রাটের মা স্বর্ণ খাতুন বলেন, আমার ছেলের সঙ্গে ওই মেয়ের অনেক দিনের সম্পর্ক। আমরা বিয়ের প্রস্তাব নিয়েও ওদের বাড়িতে গেছি। কিন্তু মেয়ের বাবা-মা বিয়েতে রাজি না। কিন্তু আমরা কারও বাড়িতে আগুন দিইনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আল-মামুন সাগর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।