ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মিরসরাই-সীতাকুণ্ডে যান চলাচল বেড়েছে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১০:২৮ এএম, ০৬ নভেম্বর ২০২৩

বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধর দ্বিতীয় দিন চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে যান চলাচল বেড়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও লরি চলাচল করতে দেখা গেছে। মাঝে মধ্যে যাত্রীবাহী বাসও চলছে। মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। কোথাও অবরোধের সমর্থনে মিছিল বা বিক্ষোভ দেখা যায়নি।

উত্তরা বাসের চালক আব্দুল হক বলেন, গাড়ি না চালালে কী খাবো? তাই আজ গাড়ি নিয়ে বের হয়েছি। কোথাও কোনো বাধা পাইনি। গাড়িতে বেশ যাত্রী উঠেছে। হরতাল অবরোধ দিলে আমাদের মত মানুষের কষ্ট। বড় বড় নেতাদের কিছু হবে না।

মিরসরাই-সীতাকুণ্ডে যান চলাচল বেড়েছে

অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা প্রশাসনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পয়েন্ট দায়িত্ব পালন করছে পুলিশ ও বিজিবি। পাশাপাশি টহলে আছে র‌্যাবের গাড়ি।

মিরসরাই-সীতাকুণ্ডে যান চলাচল বেড়েছে

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, অবরোধের দ্বিতীয় দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ দায়িত্ব পালন করছে।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে টহলে ছিলাম। আজ গাড়ি চলাচল স্বাভাবিক আছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এম মাঈন উদ্দিন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।