যশোরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত


প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

যশোরে মাটিবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলআরোহী দুই যুবক নিহত হয়েছেন। যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা নামক স্থানে রোববার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার আবুল হোসেনের ছেলে শেখ শাহিন (৩১) ও একই এলাকার রমজান আলী (৩০)।

বসুন্দিয়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, সকাল ১১টার দিকে দুই যুবক মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাচ্ছিলেন। ওই সময় পেছন দিক থেকে মাটিবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই রমজান এবং হাসপাতালে নেওয়ার পর শেখ শাহিন মারা যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।