সেন্টমার্টিনে ভেসে এলো অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
সেন্টমার্টিন সৈকতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে সেন্টমার্টিনের উত্তর সমুদ্রসৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকে ট্রেনের ধাক্কায় যাত্রীর কবজি বিচ্ছিন্ন
ওসি বলেন, রাত ১টার দিকে দ্বীপের উত্তর সৈকতে ভেসে আসা এক মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।
তিনি আরও বলেন, মরদেহটি অর্ধগলিত। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে অন্তত সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/জেএস/জেআইএম