ঢাকা-ময়মনসিংহ রেললাইনে টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

গাজীপুরের টঙ্গী-জয়দেবপুর স্টেশনের মাঝামাঝি সামান্তপুর এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সোমবার (৬ নভেম্বর) ভোরে এ অগ্নিসংযোগ করেন তারা।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী বলেন, দুষ্কৃতকারীরা জয়দেবপুর-টঙ্গী স্টেশনের মাঝামাঝি ধীরাশ্রম এলাকায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা রেললাইন অবরোধের চেষ্টা করে। রেলওয়ে পুলিশ যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভোর সাড়ে ৬টার দিকে জয়দেবপুর-টঙ্গী রেল সড়কের সামান্তপুর এলাকায় সাত-আটজন লোক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যান। পরে টায়ারের আগুন নিভিয়ে রেললাইন থেকে সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।