উখিয়ায় বিএনপি নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে গ্রেফতারে অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছেন র‍্যাব সদস্যরা। হামলায় র‍্যাব ও স্থানীয় কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে উখিয়া জালিপালং পাইন্যাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, রাত ১০টার দিকে র‍্যাব-১৫ এর একটি দল নাশকতা ঠেকাতে রাস্তায় টহল দিচ্ছিল। নিয়মিত টহলের অংশ হিসেবে র‍্যাবের একটি গাড়ি বিএনপির নেতা সুলতান মাহমুদের বাড়ির পার্শ্ববতী রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় একটি নাশকতা মামলার প্রধান আসামি ও বিএনপি নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে র‍্যাবের ওপর অতর্কিত হামলা করা হয়। সন্ত্রাসীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে ফাঁকা গুলি করেন।

তবে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী দাবি করেন, প্রথমে রাত ৯টার দিকে বিএনপি নেতা সুলতান মাহমুদকে গ্রেফতার করতে গিয়েছিল র‍্যাব। তবে গ্রামবাসীদের বাধায় তারা প্রথমে অভিযান চালাতে পারেননি। পরে ১০টার পর ২০০ সদস্য নিয়ে অভিযান চালাতে আসে র‍্যাব। কিন্তু তারা আবারও কয়েক গ্রামের মানুষের বাধার মুখে পড়েন। এসময় র‍্যাব ছয়টি ঘর ভেঙে দেয়। পরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, বিএনপি নেতা সুলতান মাহমুদ একটি নাশকতার মামলার প্রধান আসামি। র‍্যাব তাকে গ্রেফতার করতে গেছে এমন ধারণা থেকে দলীয় নেতাকর্মীদের জড়ো করেন সুলতান। পরে তাদের উসকানি দিয়ে র‍্যাবের ওপরে হামলা চালানোর নির্দেশ দেন তিনি।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, র‍্যাবের ওপরে হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে, অভিযুক্ত বিএনপি নেতা সুলতান মাহমুদ চৌধুরীর ফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, র‍্যাব আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালিয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।