গাজীপুরে ব্যবসায়ীকে খুন
গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় এক তেল ব্যবসায়ীতে খুন করেছে দুর্বৃত্তরা। রহিম মিয়া (৩৫) নামে ওই ব্যবসায়ীর বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি নগরীর নাওজোর এলাকার আরিফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাতটার দিকে বাসন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খুচরা তেলের দোকান দিয়ে ব্যবসা করতেন রহিম মিয়া। সন্ধ্যা সাতটার দিকে লোকজন দেখতে পান রহিম মিয়া দোকানে মৃত অবস্থায় পড়ে আছেন। তার মুখে ও মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে কী কারণে ও কারা তাকে খুন করেছে সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মো. আমিনুল ইসলাম/কেএসআর