গাজীপুরে চুরি করতে গিয়ে আটক রোহিঙ্গা যুবক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন আলী জোহর (৩০) নামে এক রোহিঙ্গা যুবক। এ সময় পালিয়ে গেছেন তার আরও দুই সহযোগী। পরে আটক যুবককে থানা পুলিশের কাছে সোপর্দ করেন গ্রামবাসী।

বুধবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান।

আটক রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম রশিদ আহমদ।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হায়দার শুভ বলেন, মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার গোলাবাড়ি গ্রামে ওই রোহিঙ্গা যুবকসহ চুরি করতে যান তিন সদস্যের একটি দল। গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় দুইজন পালিয়ে গেলেও আলী জোহর নামের ওই রোহিঙ্গা যুবককে আটক করে গ্রামবাসী। পরে থানায় খবর দিয়ে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

ওসি মো. ফায়েজুর রহমান বলেন, আটক রোহিঙ্গা যুবককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। তাকে দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও তার সম্পর্কে সংশ্লিষ্ট থানা এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

আব্দুর রহমান আরমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।