পুকুরপাড়ে খেলছিল দুই শিশু, পড়ে গিয়ে দুজনেরই মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো উপজেলার আলগাদিয়া গ্রামের বাসিন্দা জাফর শেখের ছেলে আবু বক্কর (৫) ও শফিকুল ইসলামের মেয়ে নাহিদা আক্তার (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

স্থানীয় বাসিন্দা ইসরাইল হোসেন জানান, দুপুরের দিকে শিশু আবু বক্কর ও নাহিদা বাড়ির পাশে পুকুর পাড়ে একসঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।