ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৯ নভেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাফিজুর রহমান মোল্লা সাবেক জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে ছিলেন। তিনি শহরের দক্ষিণ মোড়াইল এলাকার জারু মোল্লার ছেলে।

আরও পড়ুন: টাঙ্গাইল কারা ফটক থেকে ফের গ্রেফতার ৩ বিএনপি নেতা

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাফিজুর রহমান মোল্লা কচির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে রাত দেড়টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।