নরসিংদীতে প্রবাসফেরত ব্যক্তিকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৯ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

নরসিংদী শহরে বাসার ছাদে নিয়ে কামরুজ্জামান নামের প্রবাসফেরত এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর এলাকার ব্রাহ্মণপাড়া মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান (৪০) নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনমাস আগে দেশে ফেরেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দেশে টিউশনি-শিক্ষকতার পর কামরুজ্জামান দীর্ঘদিন সৌদি আরবে কমর্রত ছিলেন। তিনমাস আগে দেশে ফিরে আবারও টিউশনি শুরু করেন। বুধবার সন্ধ্যায় সাটিরপাড়ার বাড়ি থেকে বের হন তিনি। রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ার গুরুদাস নামের এক ব্যক্তির বাড়ির ছাদে তাকে ডেকে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলায় আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার কারণ জানার চেষ্টা চলছে।জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সঞ্জিত সাহা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।