ব্রাহ্মণবাড়িয়ার একাংশে ৯ দিন থাকবে না গ্যাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৯ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ পাইপ লাইন পরিষ্কারের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কিছু অংশ ও সরাইল উপজেলায় ৯ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী ২০ নভেম্বর ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর ভোর ৬টা নাগাদ সদর উপজেলার ঘাটুরা থেকে উত্তর দিকে সরাইল উপজেলা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার সই করা এক চিঠিতে এতথ্য জানানো হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আখতারুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়কের কাজের সময় আমরা নতুন সঞ্চালন পাইপ লাইন স্থাপন করেছিলাম। এ লাইনের ভেতরে কিছু ধুলাবালি পাওয়া গেছে। এতে গ্যাসের পাম্পগুলোতে ফিল্টারে সমস্যা দেখা দিচ্ছে ও মিটার নষ্ট হচ্ছে। এরইমধ্যে দুটি সিএনজি স্টেশনের মিটার নষ্ট হয়েছে। এ বিষয়ে সিএনজি পাম্পগুলোর পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয়। আবেদনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের একটি কমিটি গঠন করা হয়। কমিটি তাদের অভিযোগের সত্যতা পেয়ে লাইনটি আবার পরিষ্কারের সুপারিশ করে।

উপ-মহাব্যবস্থাপক আরও বলেন, আগামী ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর গ্যাস লাইন পরিষ্কার করা হবে। সময় পরিবর্তন হলে তা জানিয়ে দেওয়া হবে। তাই গ্রাহকদের সাময়িক অসুবিধা হতে পারে।

‘ওইসময়ে ঘাটুরা থেকে উত্তর দিকে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কাজ শুরুর আগে মাইকিং করা হবে। আমরা চেষ্টা করবো যাতে যত দ্রুত এ কাজ সম্পন্ন করে গ্যাস লাইন চালু করা যায়’, বলেন উপ-মহাব্যবস্থাপক আখতারুজ্জামান।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।