দিনাজপুরে ত্রিমুখী সংঘর্ষে পিকআপের চালক-হেলপার নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে ফুলবাড়ী-রাঙ্গামাটি ২৯ বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের ফয়েজের ছেলে নায়েব আলী (৪৫) ও তার সহকারী (হেলপার) একই গ্রামের মকবুলের ছেলে শফিউল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, ফুলবাড়ী-রাঙ্গামাটি ২৯ বিজিবি ক্যাম্পের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চাকা পাংচার হয়ে যায়। এসময় কুয়াশার কারণে কাভার্ডভ্যানটি দেখতে না পেয়ে ধানবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা মুরগিবোঝাই একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাাফিজুর রহমান জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমদাদুল হক মিলন/এসআর/এএসএম