ঢাকা-খুলনা মহাসড়ক

চালক-হেলপারকে জিম্মি করে বাসে ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১১ নভেম্বর ২০২৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নৈশকোচ বাসে ডাকাতি হয়েছে। বাসের চালক ও সহকারীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় তারা।

শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসে দেশীয় অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে নিয়ন্ত্রণে নেয় ডাকাত সদস্যরা। পরে বাসের ১২-১৩ জন যাত্রীর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে নেয় তারা। ডাকাতি শেষে তারা মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় নেমে পালিয়ে যায়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করি। বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করেছি। সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, ডাকাত দলে সাত সদস্য ছিল বলে যাত্রীদের কাছ থেকে জেনেছি। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে থানায় এখনো মামলা হয়নি।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।