জয়পুরহাটে যুবদলের মশাল মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১১ নভেম্বর ২০২৩

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে জয়পুরহাটে মশাল মিছিল করেছে জেলা যুবদল।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের নেতৃত্বে শহরের খনজনপুর সড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, মহিদুল ইসলাম রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুমিন খন্দকার ডালিম, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ।

এসময় তারা তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবি জানান।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।