যমুনার চরে মিললো যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:৫০ এএম, ১৩ নভেম্বর ২০২৩

নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জের যমুনা নদীর চর থেকে জহুরুল ইসলাম (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার মালশাপাড়া এলাকার ক্রসবার-৩ নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার নূর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি জহুরুল। পরে রাতে স্থানীয়রা চরের ভেতর একটি মরদেহ দেখতে পান। পরে জহুরুলের পরিবারের লোকজন মরদেহ চিহ্নিত করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, যমুনার চর থেকে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়। প্রতিবেদন পেলে কারণ জানা যাব।

এমএমালেক/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।