বাবা হারালেন জাগো নিউজের জুথী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

জাগো নিউজের সহ-সম্পাদক ফেরদৌসী জুথীর বাবা মো. নজরুল ইসলাম জোয়ার্দ্দার (আহসান) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আহসান জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত শফিউর রহমান জোয়ার্দ্দারের ছেলে।

মরহুমের বড় ছেলে হাসান মোহাম্মদ জোয়ার্দ্দার বাবু বলেন, এশার নামাজের পর শহরের জান্নাতুল মওয়া কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আহসান জোয়ার্দ্দারের মৃত্যুতে সামাজিক, রাজনৈতিকসহ তার সাবেক সহকর্মীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে জাগো নিউজ পরিবার। জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হক এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

হুসাইন মালিক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।