নাশকতার অভিযোগে কালীগঞ্জ ছাত্রদলের সদস্যসচিব গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোমসেদুল হক খান বুলবুলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি তিনি গ্রেফতার হন।

মোমসেদুল হক খান বুলবুল উপজেলার মদাতি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ফারুক হোসেনের ছেলে।

দলীয় সূত্র জানায়, কোনো অভিযোগ ছাড়াই দুপুরে হঠাৎ বুলবুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন লিমন বলেন, আমাদের ছাত্র নেতাদের নির্বিচারে গ্রেফতার করছে পুলিশ। এ ধরনের গণগ্রেফতারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে বুলবুলসহ সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানাচ্ছি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইমতিয়াজ কবির বলেন, নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

রবিউল হাসান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।