শর্টসার্কিটের আগুনে দুই বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৪ নভেম্বর ২০২৩

নড়াইলে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) রাতে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী পূর্বপাড়া রাজবংশী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাস ওই এলাকার বিকাশ বিশ্বাসের দুই ছেলে। এ দুর্ঘটনায় তাদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক।

স্থানীয় সূত্র জানায়, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের ঘরে আগুন লাগে। মুহূর্তেই বসতঘর দুটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

jagonews24

ইউপি চেয়ারম্যান হিমায়েত হুসাইন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তারা যাতে নতুন করে ঘর নির্মাণ করতে পারেন সেজন্য সহযোগিতা করা হবে।

নড়াইল স্টেশন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহবুব আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

হাফিজুল নিলু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।