চুয়াডাঙ্গায় দুই ডায়াগনস্টিক সেন্টার মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

চুয়াডাঙ্গার জীবননগরে দুই ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র অভিযান চালিয়ে এ রায় দেন।

chua-(3).jpg

আদালত সূত্র জানায়, জীবননগর মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সেবা প্রদানের অভিযোগ প্রমাণিত হয়। ফলে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানের মালিক জাকির আহমেদকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জীবননগর জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযোগ প্রমাণিত হওয়ায় মালিক আব্দুল মান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শরিফুদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

chua-(3).jpg

ভ্রাম্যমাণ আদালতের বিচারক তিথি মিত্র জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হুসাইন মালিক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।