চাঁদপুরের ১৮ ইউপিতে নির্বাচন আজ


প্রকাশিত: ০২:৫৪ এএম, ৩১ মার্চ ২০১৬

আজ (বৃহস্পতিবার) চাঁদপুরের দুই উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে এই ভোটগ্রহণ। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিজিবি, র্যাবসহ পুলিশ সদস্যরা ইউনিয়নগুলোতে টহল দেয়া শুরু করেছে।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জাগো নিউজকে জানায়, চাঁদপুর সদর উপজেলার ১২টি ও হাইমচর উপজেলার ৬টিসহ মোট ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুটি উপজেলার ১৮টি ইউনিয়নে মোট ১৭৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এর মধ্যে সদর উপজেলায় ১১৮টি ও হাইমচর উপজেলার ৫৮টি কেন্দ্রে।

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার জাগো নিউজকে জানায়, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুই উপজেলার ১৮ ইউনিয়নের আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য ৬ প্লাটুন বিজিবি ও র্যাবের ৬টি টিম মাঠে রয়েছে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সার্বক্ষণিক নির্বাচনী মাঠে থাকবে।

১৭৬টি কেন্দ্রে নিয়োজিত থাকবেন ৭০৪ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৯৯২ জন আনসার সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে। সদর উপজেলার ১২টি ইউনিয়নের জন্য পুলিশের ১৫টি ও হাইমচরের ৬টি ইউনিয়নের জন্য ৯টি মোবাইল টিম মাঠে থাকবে। এছাড়া সদর উপজেলায় ৮ ও হাইমচর উপজেলায় ৪টি স্ট্রাইকিং ফোর্স আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।
     
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল জাগো নিউজকে জানায়, নির্বাচনে প্রতি উপজেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

চাঁদপুরের দুই উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬৭ জন, সদস্য পদে ৫২৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইকরাম চৌধুরী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।