বগুড়ায় বিএনপির মশাল মিছিল থেকে কার্গোতে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

তফসিল ঘোষণার পর বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে বিএনপির মশাল মিছিল থেকে একটি কার্গোতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তালতলায় (বিএডিসি কার্যালয়ের সামনে) এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাজাহানপুর থানাপুলিশ ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

কার্গোচালক বদিউল আলম বলেন, ‘তামাকজাত পণ্য নেওয়ার জন্য সকালে চট্টগ্রাম হয়ে রংপুর যাচ্ছিলাম। মহাসড়কে প্রায় দেড়শ ব্যক্তি মশাল মিছিল নিয়ে এসে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে। গাড়ি থামালে আমাকে ও সহকারীকে মারধর করে মশালের আগুন দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তফসিল প্রত্যাখ্যান করে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে কার্গোতে আগুন লাগিয়ে দেন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পুরোপুরিভাবে আগুন নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে জানতে বিএনপির একাধিক নেতার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।