বগুড়ায় পুলিশ সুপারের বাসভবনের ফটকে হাতবোমা বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

বগুড়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ও বাসভবনের গেইটে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি।

বগুড়া সদর পুলিশফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, শহরের ঘোড়াপট্টির দিক থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুজন আসে। তারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।