অবরোধ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা
বগুড়ার সোনাতলায় অবরোধ কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহাবুল সরকার (৩৮) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শরিফ উদ্দিন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুল সরকার সোনাতলা উপজেলা সদরের কামারপাড়া মহল্লার মৃত মোবারক আলী সরকারের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সোনাতলা-জুমারবাড়ি সড়কের ঘোড়াপীর নতুন বন্দরে অবরোধ কর্মসূচি পালন করেন শাহাবুল। সেখান থেকে দুপুরে ইজিবাইকে করে তিনি বাড়িতে ফিরছিলেন। শরিফ উদ্দিন রেলগেট এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে শাহাবুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এসআর/এমএস