মিঠামইনে নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ
কিশোরগঞ্জের মিঠামইনে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন রয়েচ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নয়ানগর ও আতপাশা নদীর মোহনায় ডুইয়ার বিলে প্রবেশ পথে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রয়েচ মিয়া ইটনা উপজেলার নয়ানগর নতুনহাটি এলাকার মৃত মালেক মিয়ার ছেলে।
অষ্টগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আতপাশা নদীর খেয়া ঘাটের মাঝি রয়েচ মিয়া বৃহস্পতিবার রাতে খেয়া পারাপার শেষে বাড়ি ফিরছিলেন। পথে নয়ানগর ও আতপাশা নদীর মোহনায় ডুইয়ার বিলে প্রবেশ পথে মাছ ধরার বাঁধের সঙ্গে ধাক্কা লেগে নদীতে পড়ে যান। এসময় অন্য নৌকার লোকজন চিৎকার শুনে এগিয়ে যান। তারা এসে আশপাশের কোথাও রয়েচ মিয়ার সন্ধান পাননি।
পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিলো।
এসকে রাসেল/এনআইবি/জিকেএস