চুয়াডাঙ্গায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে স্বেচ্ছাসেবক লীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৩

চুয়াডাঙ্গায় ১৩ পদের শাকসবজি ন্যায্যমূল্যে বিক্রি করছে আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার শহীদ হাসান চত্বরে এ কার্যক্রমের শুরু হয়। এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

আয়োজকরা জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে সবজি কিনে এনে সরাসরি ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে। কার্যক্রমের প্রথমদিনেই ভালো সাড়া মিলেছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ন্যায্যমূল্যে সবজি কিনতে এসেছেন। তারা তাদের প্রয়োজনীয় সবজিটি কিনে নিচ্ছেন। এ কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নওগাঁয় ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই, আটক ২

ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন, তাদের কল্যাণে কাজ করেন। ন্যায্যমূল্যে সবজি বিক্রি কার্যক্রম তারই প্রমাণ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কার্যক্রম চলমান থাকবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাফির পরিচালনায় এ কার্যক্রমটি সার্বিক তত্বাবধায়ন করছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হুসাইন মালিক/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।