উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২০ নভেম্বর ২০২৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৯ নভেম্বর) বিকেলে ক্যাম্পের এইচ-১ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম খুরশিদা বেগম (২৭)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা লিয়াকত আলীর স্ত্রী। লিয়াকত আলী (২৯) একই ক্যাম্পের আবু সৈয়দের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, উখিয়া এফডিএমএন ক্যাম্প-৯ এর এইচ-১ ব্লকের লিয়াকত আলী নিজের ঘরে স্ত্রী খুরশিদা বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা খুরশিদা বেগমকে উদ্ধার করে ক্যাম্পের আইওএম হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে লিয়াকত পলাতক।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।