পঞ্চগড়ের বোদায় ব্যালট পেপার ছিনতাই


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ৩১ মার্চ ২০১৬

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দুপুর ২টায় কেন্দ্রের ২, ৩ ও ৫ নং বুথ এর সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে প্রায় দেড়শ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এসময় নৌকা প্রতীকের সমর্থক এবং আওয়ামী বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত টহল দেখা গেছে।

পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩নং কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার ইউনুস আলী এবং ৫নং কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার সলেমান আলী বলেন, দুপুরে কয়েকজন যুবক এসে জোর করে হাত থেকে ব্যালটপেপার নিয়ে যায়। বিষয়টি আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর প্রধান বলেন, আমি অন্য কেন্দ্রে ছিলাম। এই কেন্দ্রে এসে শুনি কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর ব্যালটপেপার নিয়ে গেছে। দুপুর থেকে শুধু সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ভোটগ্রহণ করা হচ্ছে। বিষয়টি প্রিজাইডিং অফিসার ও স্ট্রাইকিং ফোর্সকে জানানো হয়েছে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রফুল্ল চন্দ্র রায় বলেন, কেন্দ্রটি স্থগিত না করে ছিনতাই হওয়া ব্যালট পেপার অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোটদান প্রক্রিয়া স্বাভাবিক রাখতে অতিরিক্ত ব্যালটপেপারের ব্যবস্থা করা হয়েছে।

সফিকুল আলম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।