ফেনীতে আওয়ামী লীগ নেতার বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ফেনীর মহিপাল বাস টার্মিনালের সামনে রাখা সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা বাসে আগুন দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে মামলায়।
সোমবার (২০ নভেম্বর) রাতে বাসচালক দাউদুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন বলে জানিয়েছে পুলিশ।
বাসের মালিক ফেনী জেলা বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি ও দাগনভূঞার জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ মিন্টু জানান, হরতাল-অবরোধে বাস চলাচল বন্ধ রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের পাশে পার্কিং করা ছিল। রোরবার রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা বাসে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বাস পোড়ানোর ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ আল-মামুন/কেএসআর